ছবি: সংগৃহীত
উত্তরবঙ্গের প্রবেশ পথ সিরাজগঞ্জে এবারও ঈদযাত্রা নির্ঝঞ্ঝাট হবে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে জেলার সব রুট স্বাভাবিক থাকবে। বিধায় যানজট ও দুর্ভোগের আশঙ্কা অনেকটাই কম বলে দাবি জেলা হাইওয়ে পুলিশের। মহাসড়ক মনিটরিংয়ের জন্য ওড়ানো হবে ড্রোন ক্যামেরা।
গত দুদিন ধরে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। তবে গাড়ির গতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়, নলকা এলাকায় যানবাহনের কিছুটা চাপ দেখা যায়। তবে কোনো যানজট বা ধীরগতি চোখে পড়েনি। সাকেক্স-২ প্রকল্পের আওতায় এসব রুট ৪ লেন মহাসড়কে উন্নীত করা কাজ শেষদিকে। এ কারণে দ্রুতবেগে গাড়ি চলাচল করছে।
আরও পড়ুন>> বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিমি যানজট
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আশা করছি এবারের ঈদযাত্রা নির্ঝঞ্ঝাট হবে। আমার আগেভাগেই প্রস্তুতি নিয়েছি। হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বৃহস্পতিবার থেকে ড্রোন ক্যামেরায় মনিটরিং করা হবে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৪০১ যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন, বৃহস্পতিবার (১৩ জুন) রাত থেকেই ঘরমুখো মানুষের চাপ বাড়বে। জেলার সব রুট এখন স্বাভাবিক। তাই আশা করছি এবার কোনো প্রকার যানজট বা দুর্ভোগ হবে না। ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রায় পৌনে ৮০০ পুলিশ মহাসড়কে দায়িত্বরত থাকবে। ঈদযাত্রা শুরুর দিন থেকেই মহাসড়ক মনিটরিংয়ের জন্য ওড়ানো হবে ড্রোন ক্যামেরা।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।