Apan Desh | আপন দেশ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪১, ১৩ জুন ২০২৪

আপডেট: ১১:৪৫, ১৩ জুন ২০২৪

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ছবি: সংগৃহীত

মাত্র তিনদিন পরেই ঈদুল আজহা। প্রিয়জনদের সঙ্গে উৎসব পালন করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। বাড়িমুখী যাত্রীবোঝাই যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে। এতে সেতুর পূর্ব পাড় থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। এদিকে অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। 

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৭টার দিকে এ যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

জানা যায়, ঈদের আগে মহাসড়কে গাড়ির বাড়তি চাপ, সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকল হওয়াসহ চার লেনের কাজ চলমান থাকায় এ মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে এ মহাসড়কে। তাছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যায়। এ সময় ওই এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ চলছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়