Apan Desh | আপন দেশ

কলেজছাত্র হত্যায় তিনজনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৪, ১৩ জুন ২০২৪

আপডেট: ১৫:৫৫, ১৩ জুন ২০২৪

কলেজছাত্র হত্যায় তিনজনের যাবজ্জীবন

ছবি: আপন দেশ

পাবনায় হত্যা মামলা রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন। এ সময় দন্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত হলেন সিরাজগঞ্জের চৌহালী থানার মোরাল মেম্বরের ছেলে মো. আজীম (৩৫), বাওশা গ্রামের ওহাব মোল্লার ছেলে মো. শহিদুল ইসলাম (২৮), মৃত মসলত সর্দারের ছেলে মো. ছবেদ আলী। আরেক আসামি রোমজান গত বছর মারা গেছেন। নিহত মাসুম পাবনার আমিনপুরের কাবাসকান্দা এলাকার মুকুল শেখের ছেলে।

জানা যায়, ২০১৫ সালের ১৯ আগস্ট কলেজ ছাত্র আব্দুল গাফফার মাসুমকে ডেকে আনেন চাচাতো দুলাভাই আজীম। মোটরসাইকেল কেনাবেচার কথা বলে কৌশলে ডেকে অপহরণ করেন। পরে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তপণ দাবি করে আজীম ও তার সহযোগীরা। মুক্তিপণ না পেয়ে মাসুমকে হত্যা করে যমুনা নদীতে মরদেহ ফেলে দেয় তারা।

পরিবারের সন্দেহ হলে আজীমের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করে ভুক্তভোগী পরিবার। পুলিশ গ্রেফতার করলে জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে আজীম ও তার সহযোগীরা।

এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী দেওয়ান মজনুল হক। আসামিপক্ষের শুনানি করেন শফিকুল ইসলাম সুমন ও কামাল আহমেদ। 

আপন দেশ/আরএন/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়