ছবি: আপন দেশ
বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টসের শ্রমিকরা। আন্দোলনকারীরা কুমিল্লার চান্দিনার ডেনিম প্রসেসিং প্লান্ট গার্মেন্টসের শ্রমিক। শুক্রবার (১৪ জুন) বেলা ১১টায় বেলাশহর এলাকায় এ অবরোধ শুরু হয়। এতে মহাসড়কের উভয়দিকে যানজট সৃষ্টি হয়। এতে বিপাকে পড়ে ঈদে ঘরমুখো মানুষ।
শ্রমিকদের দাবি, চান্দিনার বেলাশহর এলাকার ডেনিম প্রসেসিং প্লান্ট নামের এ গার্মেন্টসটিতে প্রায়ই শ্রমিকদের বেতন আটকে রাখা হয়। ঈদুল আজহার মাত্র ৩ দিন বাকি, কিন্তু এখনো বেতন-বোনাস দেয়া হয়নি। শ্রমিকরা ২ মাসের বেতন ও বোনাস পায়নি।
চান্দিনা থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, শ্রমিকদের বুঝিয়ে বেলা সোয়া ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এক ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়। এখন যান চলাচল শুরু হয়েছে।
এর আগেও বেতন-বোনাসের দাবিতে একাধিকবার মহাসড়ক অবরোধ করেছেন ডেনিম গার্মেন্টসের শ্রমিকরা।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।