ফাইল ছবি
সিলেটে চিনি লুটের ঘটনায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার (১৪ জুন) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দুই ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এর আগে, ৮ জুন চিনি বহনকারী একটি ট্রাক সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে চারখাই এলাকায় লুটের শিকার হয়। লুট হওয়া ৪০০ বস্তা চিনির দাম ২৪ লাখ টাকা। এ ঘটনায় বিয়ানীবাজার ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ উঠলে তোলপাড় শুরু হয়। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এছাড়া ৮০ বস্তা চিনিসহ একটি পিকআপ জব্দ করে।
গত বৃহস্পতিবার রাতে চিনি লুটের মামলার আসামি ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সফিউল্লাহ সাগরের সঙ্গে সাধারণ সম্পাদক জাহিদুল হকের ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ৬ মিনিট ২ সেকেন্ডের ওই ফোনালাপে লুট করা চিনি কীভাবে ভাগাভাগি করা হয়েছে ও কারা নিয়েছেন তা বলা হয়।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।