Apan Desh | আপন দেশ

কুমিল্লায় হাসপাতালে পাঠাগার স্থাপন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৯, ১৫ জুন ২০২৪

আপডেট: ১৪:৩৭, ১৫ জুন ২০২৪

কুমিল্লায় হাসপাতালে পাঠাগার স্থাপন

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন জেলার চেয়ে শিক্ষায় এগিয়ে কুমিল্লা। একসময় জেলাটিকে ‘শিক্ষা নগরী’ বলা হতো। কালের আবর্তে কিছুটা ভাটা পড়েছিল। সে হারানো ঐতিহ্য ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে। পাঠকদের জন্য সেলুন, বাস টার্মিনালের পর এবার হাসপাতালে পাঠাগার স্থাপন করা হয়েছে। ‘আলোকিত বজ্রপুর’ নামের সামাজিক সংগঠন এ উদ্যোগ গ্রহণ করে।

শুক্রবার সন্ধ্যায় (১৪ জুন) নগরীর মেডিকমপ্লেক্স ডায়াগনস্টিক সেন্টার ও সৌহার্দ্য হাসপাতালে এ পাঠাগার স্থাপন করা হয়।

হাসপাতালের ৩য় তলায় বিভিন্ন চিকিৎসকের চেম্বার। পরামর্শ নিতে রোগীরা চেয়ারে বসে অপেক্ষা করেন। কেউ কেউ বুক সেল্ফে রাখা বই থেকে নিজের পছন্দেরটা নিয়ে পড়েনও।

পাঠক মোজাম্মেল হক বলেন, আমরা চিকিৎসকের সিরিয়ালের জন্য অপেক্ষা করি। সময় কাটতে চায় না। নানা উৎকণ্ঠায় থাকি। এসময় আলোকিত বজ্রপুরের বুক কর্নার থেকে বই নিয়ে সময় কাটাই। 

মেডিকমপ্লেক্স ডায়াগনস্টিক সেন্টার ও সৌহার্দ্য হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট তসলিমা বেগম বলেন, মোবাইল ফোনে ব্যস্ত থাকার যুগে বই পড়ানোর চেষ্টা একটি ভালো উদ্যোগ। আমি আশা করি আলোকিত বজ্রপুর এ উদ্যোগ আরো সম্প্রসারিত করবে।

ইতিহাসবিদ আহসানুল কবীর বলেন, কুমিল্লা শুধু ব্যাংক ও ট্যাংকের শহর নয়। কুমিল্লা পাঠাগারেরও শহর। প্রতি পাড়ায় পাঠাগার ছিল। এ শহরে উপমহাদেশ বিখ্যাত রামমালা পাঠাগার ও বীরচন্দ্র গণপাঠাগার রয়েছে। ছিল বসন্ত পাঠাগারসহ বিভিন্ন পাঠাগার। আলোকিত বজ্রপুর সে হারানো গৌরব ফিরিয়ে আনতে চায়।

আলোকিত বজ্রপুরের প্রধান সমন্বয়কারী পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ রানা চৌধুরী বলেন, আমরা মানুষের পাঠ অভ্যাস ফিরিয়ে আনতে এ উদ্যোগ নিয়েছি। সেলুন, বাস টার্মিনালের পরে হাসপাতালের রোগীর অপেক্ষার স্থানে পাঠাগার স্থাপন করা হয়েছে। আশা করছি আমাদের দেখে অন্যরাও এগিয়ে আসবেন। এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে।

পাঠাগার স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অমল পাল, আলোকিত বজ্রপুরের প্রধান সমন্বয়কারী পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ রানা চৌধুরী, বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক মোস্তফা জামান, নাট্য অভিনেতা শাহজাহান চৌধুরী, হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট তসলিমা বেগম, ইতিহাসবিদ আহসানুল কবীর, সংগঠক রফিকুল ইসলাম সোহেল ও হাসিবুল হাসান সুমন প্রমুখ।

আপন দেশ/এফও/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়