Apan Desh | আপন দেশ

‘নতজানু আচরণ করিনি, ভবিষ্যতেও করব না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬, ১৬ জুন ২০২৪

আপডেট: ১৫:৪৮, ১৬ জুন ২০২৪

‘নতজানু আচরণ করিনি, ভবিষ্যতেও করব না’

ছবি: আপন দেশ

আমরা কোনো নতজানু আচরণ করিনি, ভবিষ্যতেও করব না- বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিয়ানমার সীমান্ত সরকারের কঠোর নজরদারিতে রয়েছে। আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

রোববার দুপুরে (১৬ জুন) রাজধানীর ধানমণ্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপি মহাসচিবের সমালোচনা করে তিনি বলেন, সেন্টমার্টিন পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। সেন্টমার্টিনে যে ঘটনা ঘটেছে, সেটা করেছে আরাকান আর্মি। মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনী সেটা করেনি।

আরও পড়ুন<<>> সেন্টমার্টিন ইস্যু নিয়ে বললেন বিএনপি মহাসচিব

সেন্টমার্টিনে খাদ্যবাহী জাহাজ নিয়মিত যাতায়াত করছে জানিয়ে ওবায়দুর কাদের বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। গায়ে পড়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাধানোর কোনো প্রয়োজন নেই বাংলাদেশের। আমরা কারও সঙ্গে কখনও নতজানু আচরণ করিনি, করব না। কয়েক দিন আগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে।

সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ এই নেতা বলেন, বিএনপি-জামায়াত এসব গুজব ছড়াচ্ছে। মিয়ানমারের সীমান্তরক্ষী যারা অনুপ্রবেশ করেছিল তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে। এখনও সেটাই করছে। সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতেই হবে। সেই কূটনৈতিক প্রয়াস অব্যাহত আছে। আমরা কোনো নতজানু আচরণ করিনি, ভবিষ্যতেও করব না।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপন দেশ/ডিএস/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়