ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে গরীবের দুলালী সংসারে সুখের বাতি জালাতে কাজের সন্ধানে গিয়েছিল ভারতে। কিন্তু বিধিবাম। কাজ মিলেনি। অবৈধভাবে ভারতে যাওয়া আটক হয়েছেন পুলিশের হতে। বুধবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় দুলালি পালকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ওই তরুণীকে গ্রহণ করে। তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।
দুলালি পাল (১৯) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামের জাদু পালের মেয়ে।
এ সময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন ও বিএসএফের-৬১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সত্য নারায়ণ চন্দ্র উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতের শিলিগুড়ি হয়ে কাজের সন্ধানে কলকাতায় যান দুলালি পাল। সেখানে কাজ না পেয়ে ৯ মাস পর কলকাতা থেকে দেশে ফিরে আসার সময় ভারতের বালুপাড়া নামক এলাকা থেকে ( কাছে পাসপোর্ট না থাকায়) বিএসএফ তাকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।