Apan Desh | আপন দেশ

ধামরাইয়ে সাপের কামড়ে মৃত্যু, এলাকায় আতঙ্ক

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৬, ২০ জুন ২০২৪

আপডেট: ১৩:৩৮, ২০ জুন ২০২৪

ধামরাইয়ে সাপের কামড়ে মৃত্যু, এলাকায় আতঙ্ক

ছবি: প্রতীকি ছবি

ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের আগজেঠাই কাঁচা রাজাপুর গ্রামের তহিরন নেছা (৬৫) নামে এক নারী সাপের কামড়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২০ জুন) ভোরে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন জানিয়েছেন, সাপটি রাসেল ভাইপার কিনা তা তারা সঠিকভাবে জানতে পারেননি। তবে পাশের সাটুরিয়ার এলাকায় ও ধামরাইয়ের জালসা এলাকায় রাসেল ভাইপারে দেখা পাওয়ার খরব পাওয়া গেছে। সাপের কামড়ে মারা যাওয়ার বিষয়টি নিয়ে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সারা দেশের মধ্যে কয়েকটি জেলায় অতি বিষধর সাপ রাসেল ভাইপারের বিস্তার ছড়িয়ে পড়েছে। এসব জেলাগুলোর মধ্যে ঢাকার ধামরাইয়ের সীমান্তবর্তী মানিকগজ্ঞের জেলা রয়েছে। এ জেলার সাটুরিয়ায় রাসেল ভাইপারের দেখা মিলেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে সচেতন হতে থাকে পাশের ধামরাইবাসী।

বৃহস্পতিবার ভোরে আমতা ইউনিয়নের আগজেঠাইল কাচা রাজাপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী তহিরন নেছাকে বাড়ির পাশ থেকে সাপে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী দ্রুত তাকে নিয়ে পাশের সাটুরিয়া সদর হাসপাতালে রওনা দেন। হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। 

এলাকার সচেতন ব্যাক্তিরা জানান, রাসেল ভাইপার সাপ আতঙ্ক সারা দেশেই প্রায় ছড়িয়ে পড়েছে। তারাও তার বাইরে নই। তাই তা দ্রুত প্রতিহত করতে সরকারি ভাবে পদক্ষেপ নেয়া জরুরি। সকল উপজেলা স্বস্থ্য কমপ্লেক্রো সাপের কামড়ের রোগীদের এন্টিভেনম রাখার অতি প্রয়োজন বলে জানান তারা।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়