Apan Desh | আপন দেশ

পাবনায় দিবালোকে কুপিয়ে যুবক হত্যা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ২২ জুন ২০২৪

পাবনায় দিবালোকে কুপিয়ে যুবক হত্যা

আল আমিন, ছবি সংগৃহীত

পাবনার সুজানগর উপজেলার রানীনগর গ্রামে আলামিন হোসেন (৩৫) নামের  যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২১ জুন) সন্ধ্যার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেবার পথে আলআমিন মারা যায়। এর আগে বিকেল ৩ টার দিকে ওই যুবককে কুপিয়ে জখম করা হয়। 

নিহত আলামিন হোসেন উপজেলার আমিনপুর থানার রানীনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলামিন মোটরসাইকেলে প্রতিবেশী ভাদাই নামক এলাকায় দাওয়াতে গিয়েছিলেন। ফেরার পথে রানীনগর ক্লাবের সামনে এলে শাহজাহান বিশ্বাসের ছেলে শামীম, ইকবাল, আলম ও শিমুলসহ কয়েক তার পথরোধ করে। চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। রাজশাহী মেডিকেলে নেবার পথে তার মৃত্যু ঘটে।

নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান টিপু জানান, রানীনগর ইউপি চেয়ারম্যান পিযুশের বাহিনীর শামীম ও শিমুলসহ কয়েকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরা বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাবের সমর্থক। উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহিনের ভোট করে হেরে যাওয়ার পর থেকেই আলামিন সহ আমাদের পরিবারের লোকদের তারা মারার চেষ্টা করছে। পরিকল্পিতভাবে মোটরসাইকেল থামিয়ে আলামিনকে হত্যা করেছে। হত্যাকারীদের  দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। 

তবে একে নির্বাচন পরবর্তী সহিংসতা নয় দাবি করেছেন সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব। তিনি বলেন, রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে উপজেলায় ঘটে যাওয়া যেকোনো ঘটনাকে নির্বাচন পরবর্তী সহিংসতা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। আলামিন হত্যার ঘটনাটি পারিবারিক কোন্দলের জেরে ঘটেছে। খড় শুকানোকে কেন্দ্র করে ওই দুই পক্ষের মাঝে এর আগেও ঝামেলা হয়েছে। এ নিয়ে সম্ভবত মামলাও হয়েছে। সেটির জেরেই আলামিনকে মারধরের ঘটনা ঘটেছে। এটি কোনোভাবেই নির্বাচন সংশ্লিষ্ট ঘটনা নয়।

এ ব্যাপারে সুজানগর সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার রবিউল করিম জানান, মারধরের ঘটনায় আলামিন নামের একজন নিহত হয়েছে। তবে ঘটনাটির কারণ কিক তা তদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/এএইচএন/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়