Apan Desh | আপন দেশ

বাস-অটোরিকশা সংঘর্ষে সিরাজদিখানে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ২২ জুন ২০২৪

আপডেট: ১৬:০০, ২২ জুন ২০২৪

বাস-অটোরিকশা সংঘর্ষে সিরাজদিখানে নিহত ২

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। শনিবার (২২ জুন) সকালে ঢাকা-নবাবগঞ্জ সড়কের সিরাজদিখানের খারশুর গ্রামের তালতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন, দোহারের সাতভিটা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শেখ মো. রহমান (৫৮) ও ইসলামপুর (খালপার) গ্রামের রাজ্জাকের ছেলে শাহীন হোসেন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জগামী নবকলি পরিবহনের সঙ্গে ঢাকাগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নম্বরবিহীন অটোরিকশাটি দুমরে মুচড়ে যায়। এসময় অটোরিকশাচালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শেখর নগর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। তাতে আহত হয় অটোরিকশার চালকসহ তিনজন। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত দু'জনের লাশ শেখর নগর তদন্ত কেন্দ্রে রয়েছে।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়