ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ছয় মাসে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা বিল বকেয়া। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ (পিডিবি)। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষাসহ নানা কার্যক্রম। ভেনম রিসার্চ সেন্টারে থাকা প্রায় সাড়ে ৩০০ সাপ মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২৪ জুন) সকাল ৯টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে হাসপাতাল ও কলেজ হোস্টেলের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে।
পিডিবি সূত্রে জানা গেছে, প্রায় এক কোটি ৩০ লাখ টাকা বিল বকেয়া রয়েছে চমেকের। এটি ছয় মাসের বিদ্যুৎ বিল।
জানতে চাইলে চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, বরাদ্দ না পেলে আমরা কীভাবে বিল পরিশোধ করব? বরাদ্দের জন্য বারবার মন্ত্রণালয় ও অধিদফতরে লিখেছি। টাকা পেলেই বকেয়া বিল পরিশোধ করা হবে।
আরও পড়ুন>> প্রসূতির পেটের সঙ্গে কাটলো নবজাতকের পেটও!
তিনি বলেন, বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যা ভেনম রিসার্চ সেন্টারের। ওখানকার সাপ ও সাপের বিষ নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। এছাড়া কলেজের অন্যান্য কার্যক্রমও বন্ধ রয়েছে।
ভেনম রিসার্চ সেন্টারের গবেষণা সহযোগী মিজানুর রহমান বলেন, আমরা জেনারেটরের ব্যবস্থা করার চেষ্টা করছি। তাপমাত্রার হেরফের হলে সাপ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। ফ্রিজে থাকা সাপের বিষও নষ্ট হয়ে যেতে পারে।
পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, কলেজ কর্তৃপক্ষের বেশকিছু বিল বকেয়া থাকায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর আগে বিল পরিশোধের জন্য কয়েকবার চিঠিও দেয়া হয়েছিল। কিন্তু সাড়া পাওয়া যায়নি।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।