Apan Desh | আপন দেশ

জাহাজে ভয়াবহ আগুন, তেলের ড্রাম বিস্ফোরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ২৬ জুন ২০২৪

জাহাজে ভয়াবহ আগুন, তেলের ড্রাম বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

বুড়িগঙ্গা নদীতে আগুনে পুড়ছে একটি জাহাজ। নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।  ফায়ারের সার্ভিস থেকে জানানো হয়েছে, বুধবার (২৬ জুন) দুপুর নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি জাহাজে আগুন লাগার খবর পান তারা। ফতুল্লা বাজারের পাশেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ছয় মিনিটের মধ্যেই দমকলকর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। 

ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গেলেও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয় বলে জানানো হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগা জাহাজে তেলের ড্রাম ভর্তি ছিল। আগুনে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হতে শুরু। আগুন লাগার সঙ্গে সঙ্গে কালো ধোয়ায় ছেয়ে যায় চারিদিক।  

ড্রাম বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বিভিন্ন স্থাপনা কেঁপে উঠে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ওই জাহাজে চার শ্রমিক ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এদের তিনজন সাঁতরে কিনারে উঠে পড়েন। একজন নিখোঁজ রয়েছেন। 

সরকারি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম ডিপোর জেটির সংলগ্ন নদীতেই আগুনের ঘটনা ঘটেছে। ডিপো থেকে তেলের ড্রাম নিয়ে ওই জাহাজ বরিশালের যাওয়ার কথা বলে সাংবাদিকদের জানিয়েছেন মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান।

জাহাজটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল বলেও জানান তিনি। এর প্রায় সব ড্রামই বিস্ফোরিত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 

আপন দেশ/ এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়