Apan Desh | আপন দেশ

পাত্রী দেখতে যাওয়া হলো না ভাইবোনের

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২২, ২৬ জুন ২০২৪

পাত্রী দেখতে যাওয়া হলো না ভাইবোনের

ছবি: সংগৃহীত

পাবনা সদরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইবোন নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার ও মেয়ে শম্পা রানী। তিনি নাটোরের দিনেশের স্ত্রী।

আহতদের মধ্যে অনুরাধা ধর (১২) নামের এক শিশু জানায়, নিহত দুইজন তার মাসি ও মামা। বেড়ায় তার নানা বাড়ি। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শিলিমপুর গ্রামে। নানা বাড়িতে বেড়াতে এসে মামার জন্য পাত্রী দেখতে শহরে যাচ্ছিল। এছাড়া আহত অন্যানদের পরিচয় পাওয়া যায়নি।

পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে ধোপাঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা 
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন‌ সিএনজিযাত্রী গুরুতর আহত হন। পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

আপন দেশ/এআর/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়