Apan Desh | আপন দেশ

কুমিল্লায় সমাজকর্মী হত্যায় ৬ জনের ফাঁসি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৮, ২৬ জুন ২০২৪

কুমিল্লায় সমাজকর্মী হত্যায় ৬ জনের ফাঁসি

ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক সমাজকর্মীকে হত্যার দায়ে ৬ আসামির মৃত্যুদণ্ড এবং ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জমি নিয়ে বিরোধের জের ধরে নুরুল হক নামে এক সমাজকর্মীকে হত্যা করা হয়। বুধবার (২৬ জুন) দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান, নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট ২২ জন আসামি ছিলেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। রায়ের সময় ১১ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৭ আসামি পলাতক রয়েছেন। মামলার বিচার চলাকালীন সময়ে ২ আসামি মৃত্যুবরণ করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ জনকে বেকসুর খালাস দেন। এ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলার বাদী নুরুল হকের ছেলে শরিফুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি আমার বাবাকে পিটিয়ে হত্যা করে। আসামি মো. মাসুমসহ অন্যরা মিলে এ হত্যাকান্ড ঘটায়। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। আদালত ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ রায়ে আমরা খুশি।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়