Apan Desh | আপন দেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতাসহ দুজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৪, ২৮ জুন ২০২৪

আপডেট: ০০:২১, ২৮ জুন ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আ.লীগ নেতাসহ দুজন নিহত

আহতদের হাসপাতালে নেয়া হয়। ইনসেচে নিহত আব্দুস সালাম।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে দুজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আব্দুস সালাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  জেলা পরিষদ সদস্য অপরজন স্কুল শিক্ষক মতিন আলী। এসময় তাদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মতিন আলীর বড় ভাই মো. টিটু আলী।

বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রানিহাটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।

নিহত আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মো. এত্তাজ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছিলেন। মতিন আলী রানিহাটি- ফতেপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

আরও পড়ুন<<>> বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

স্থানীয়রা জানান, আব্দুস সালামসহ ও তার সঙ্গীরা রানীহাটি কলেজের সামনে আশ্রয়ণ প্রকল্পের কাছে বসে ছিলেন। এসময় প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ককটেলের বিষ্ফোরণসহ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম। এসময় গুলিবিদ্ধ হন মতিন আলী ও তার বড় ভাই মো. টিটু আলী। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা হসাপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিন আলীকে মৃত ঘোষণা করেন।

হসাপাতলের চিকিৎসক ডা. মিম ইফতেখার জাহান বলেন, রাত ৯টায় মতিন আলীকে হাসপাতালে আনা হয়। তার মাথা ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

পুলিশ সুপার মো. ছাইদুল হাসান সাংবাদিকদের বলেন, নয়ালাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এক পক্ষের নেতৃত্ব দিতেন আব্দুস সালাম। এ বিরোধের জের ধরে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, গত ২৪ মার্চ রাতে  আব্দুস সালামের প্রাইভেটকার লক্ষ্য করে হাত বোমা হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চৌধুরীপাড়া এলাকায় ওই ঘটনা ছিল। 

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়