Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে বাস উল্টে নিহত ১, আহত ১৪

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:১২, ২৯ জুন ২০২৪

আপডেট: ১২:০৪, ২৯ জুন ২০২৪

চট্টগ্রামে বাস উল্টে নিহত ১, আহত ১৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এরইমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে তিনজন হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ আরিফ, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল মেতালেব ও ফেনীর সোনাগাজী উপজেলার স্বপ্না রানী।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও)। তিনি জানান, সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি উল্টে গেছে। উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে। এখন পর্যন্ত একজন নিহত ও ১৪ জন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, স্টার লাইন পরিবহনের বাসটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলে এসে এক নারীর মরদেহ উদ্ধার করি। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়