ছবি: সংগৃহীত
নোয়াখালীর কবিরহাটে এক বৃদ্ধার পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফিরোজা বেগম (৭৫) উপজেলার ধানশালিক ইউপির ২ নম্বর ওয়ার্ডের মৃত আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী।
শনিবার (২৯ জুন) দুপুরে তার নিজ বাড়ির পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার কর হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফিরোজা বেগম একা থাকতেন। রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলে। তবে সকালে ঘুম থেকে উঠে মায়ের ঘরের দরজা খোলা দেখেন বড়ছেলে রফিক উল্যাহ। পরে দেখেন তার মায়ের ঘরের সিঁধ কাটা। ঘর সংলগ্ন পুকুর পাড়ে বৃদ্ধার পা বাঁধা মরদেহ পড়ে আছে।
নিহত বৃদ্ধা সবসময় হাতে দুটি সোনার বালা, সোনার আংটি, গলায় হার, কানে দুল পরিধান করতেন। ধারণা করা হচ্ছে, ওই স্বর্ণালংকার লুট করতেই তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের স্বজনদের দাবি, কান থেকে দুল কান নিতে গিয়ে তার কানেও জখম হয়। বৃদ্ধার মরদেহে কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি।
কবিরহাট থানার ওসি হুময়ান কবির বলেন, বৃদ্ধার পা বাঁধা ও মুখে রক্ত ছিল। প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আপন দেশ/জিআর/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।