Apan Desh | আপন দেশ

কুমিল্লায় বাসা থেকে চীনা নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ২৯ জুন ২০২৪

আপডেট: ১৯:৫৭, ২৯ জুন ২০২৪

কুমিল্লায় বাসা থেকে চীনা নারীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

কুমিল্লা ইপিজেডে কর্মরত এক চীনা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে নগরীর একটি ভবন থেকে ৫২ বছর বয়সী শান হুয়ানমেই নামের ওই চীনা নারীর মরদেহ তার কক্ষ থেকে উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা ইপিজেডে পি.ওয়াই গার্মেন্টসে চাকরি করতেন। নগরীর আশ্রাফপুরের নোয়াগাঁও চৌমুহনী এলাকার বিসমিল্লাহ হাউজ নামের একটি ভবনে ভাড়া থাকতেন শান হুয়ানমেই।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লায় ই‌পি‌জেডের ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ওই চীনা নারী মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর নোয়াগাঁও চৌমুহনী বিসমিল্লাহ হাউজ নামের একটি ভবনের ৩য় তলায় চীনা নাগরিকদের সাথে তিনি থাকতেন। সকাল সাড়ে ৮টায় সহকর্মীরা অফিসে যাওয়ার জন্য ডাক দিলে দরজা বন্ধ দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কুমিল্লায় ই‌পি‌জেডের ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে মরদেহ পাঠানো হয়েছে। নিহতের স্বামী চীন থেকে রওনা দিয়েছেন। তিনি আসার পর সিদ্ধান্ত হবে মরদেহ কোথায় পাঠানো হবে।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়