ছবি: সংগৃহীত
সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার শুরু হয়েছে। তবে পরীক্ষা কেন্দ্রে মোমবাতি ও দিয়াশলাই আনতে নোটিশ দেয় টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ। মুহূর্তেই সেই নোটিশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছ কলেজ কর্তৃপক্ষ। একইসঙ্গে নোটিশটি প্রত্যাহার করে নেয়া হয়েছে।
রোববার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম।
তার স্বাক্ষরিত আরেক নোটিশে বলা হয়, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে সম্ভাব্য বিরূপ আবহাওয়ার জন্য মোমবাতি ও দিয়াশলাই নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। জারি করা সেই নোটিশ প্রত্যাহার করা হলো। ওই নোটিশের ফলে সৃষ্ট বিভ্রান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিরূপ আবহাওয়া সৃষ্টি হলে কেন্দ্র কর্তৃপক্ষ নিজ দায়িত্বে ব্যবস্থা গ্রহণ করবেন।
অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, অন্য একটি কলেজের অধ্যক্ষের পরামর্শের জন্য এ বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। ওই রাতেই নোটিশটি প্রত্যাহার করা হয়েছে। নতুন করে আরেকটি নোটিশ জারি করা হয়েছে। বিরূপ আবহাওয়া সৃষ্টি হলে কেন্দ্র কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। আসলে শিক্ষকতা জীবনে প্রথম পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পেয়েছি, তাই হয়ত ভুল হয়েছে।
এর আগে, শনিবার রাতে মোমবাতি ও দিয়াশলাই নিয়ে যাওয়ার নোটিশটি গণমাধ্যমে প্রকাশ হয়।
আপন দেশ/বিসি/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।