ছবি: সংগৃহীত
এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার দায় স্বীকার করেছেন ফয়সাল আলী শাহাজী ওরফে সাজী। বুধবার (৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।
আনার হত্যার মামলার আসামি ফয়সাল আলী খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের আলাউদ্দিন সাহাজীর ছেলে। বুধবার তাকে আদালতে হাজির করা হয়। জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।
এর আগে, মঙ্গলবার আরেক আসামি মোস্তাফিজুর রহমান ফকির আদালতে ঘটনার দায় স্বীকার করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। মোস্তাফিজুর খুলনার ফুলতলা উপজেলার যুগ্মীপাশা গ্রামের মো. ইমান আলী ফকিরের ছেলে।
আরও পড়ুন<<>> এবার আসছে ভয়ঙ্কর শামুক
গত ২৭ জুন আসামি মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাহাজী ওরফে শাজীর ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আতাউল্লাহ।
আনার হত্যা মামলায় গত ৩ জুন আসামি শিলাস্তি রহমান, ৪ জুন তানভীর ভূঁইয়া এবং ৫ জুন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ১৪ জুন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুও জবানবন্দি দেন। তারা সবাই কারাগারে।
গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান এমপি আনার। ওঠেন গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন চিকিৎসক জন্য বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজীম। ২২ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনে আনার খুন হয়েছেন। ঘটনায়র দিনই ঢাকার শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা করে আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।
আপন দেশ : এমবি/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।