Apan Desh | আপন দেশ

সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০২, ৪ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৪৯, ৪ জুলাই ২০২৪

সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার ১৩নং শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- মা দেলোয়ারা বেগম (৫৫), তার ছেলে হুদা মিয়া (৩২) এবং প্রতিবেশী ইবনুল মিয়া (৩৫)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রান্নার জন্য বাড়ির পাশে লাউ গাছের পাতা তুলতে যান দেলোয়ারা বেগম। এসময় তিনি টয়লেটের সেপটিক ট্যাংক ভেঙে পড়ে যান। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। মাকে বাচাঁতে সেফটি ট্যাংকে নেমে পড়েন ছেলে হুদা মিয়া। তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়েন। তাদেরকে বাঁচাতে মই দিয়ে নিচে নেমে পড়েন প্রতিবেশি ইবনুল মিয়া। তারও কোনো সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসী শঠিবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের খবর দেন। প্রায় ঘণ্টাখানেক পরে তারা ৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

প্রতিবেশি আশিকুর রহমান বলেন, ওই সেফটি ট্যাংকটি ছিল কার্বন মনোক্সাইডে পরিপূর্ণ। এ গ্যাসে তাদের মৃত্যু হতে পারে। 

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সেফটি ট্যাংকে পড়ে তাদের ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়