ফাইল ছবি
ফের অনিরাপদ হয়ে উঠছে ভারত-বাংলাদেশ সীমান্ত। প্রতিদিনই গুলি করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের ছোড়া গুলিতে কখনো আহত আবার কখনো নিহত হচ্ছে বাংলাদেশিরা।
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. রাজু মিয়া (২৮)। শুক্রবার (৫ জুলাই) ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনা ঘটে।
এর ২৪ ঘণ্টা আগে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে গুলিতে যুবক আহত হয়েছে। তাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন<<>> বিএসএফের গুলিতে চুয়াডাঙ্গায় বাংলাদেশি আহত
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাবুদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। নিহত রাজু গড়িয়ালি (ফতেপুর) গ্রামের হাবিবুর রহমান ওরফে ন্যাংড়ার ছেলে।
চেয়ারম্যান সাহাবুদ্দিন আহম্মেদ বলেন, রাজু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। ভারত থেকে চোরাই পথে গরু আনতে নাগরভিটা সীমান্ত এলাকায় যান। শুক্রবার ভোররাতে ওঁৎ পেতে থাকা ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ারপুকুর থানার তিনগাঁও ক্যাম্পের ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তার মরদেহ সেখান থেকে বিএসএফ ভারতে নিয়ে যায় ।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম ফিরোজ কবির বলেন, ওই যুবক চোরাই পথে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন ।
এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিম আহম্মেদ বলেন, মরদেহ ফেরত চেয়ে বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।