Apan Desh | আপন দেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বোনসহ ৩ জনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭, ৬ জুলাই ২০২৪

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বোনসহ ৩ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

নিহতরা হলেন- কালিগঞ্জ ইউনিয়নের বেগুনী পাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া আক্তার (১১), মাছুমা খাতুন (৬)। অন্যজন নারায়নপুর ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামের আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম (৩৫)।

কচাকাটা থানার পুলিশ জানায়, শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে সুমাইয়া ও মাছুমা কলাগাছের ভেলা নিয়ে বাড়ির পাশে খালার বাড়িতে রওনা দেয়। এসময় বাড়ির কাছে তাদের সেচ পাম্পের টাঙ্গানো বিদ্যুতের তারে দুই বোনের গলা আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঘটনাস্থলেই তাদের দু'জনের মৃত্যু হয়।

অন্যদিকে ওই দিনে বিকেল ৬টার দিকে নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম বাঁশের লগির বিদ্যুৎ সরবরাহের লাইনের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনিও ভেলা যোগে পাশের বাড়িতে যাচ্ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তিনজনের মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে। এবিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা করা হবে। পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়