Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে বন্যায় ৩৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৯, ৭ জুলাই ২০২৪

কুড়িগ্রামে বন্যায় ৩৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের পানি। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তালুক শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। বেড়েছে তিস্তার পানিও। বন্যার পানি ওঠায় জেলার ৯ উপজেলায় ৩৪১টি প্রাথমিক, উচ্চ মাধ্যমিকসহ মাদরাসায় পাঠদান সাময়িক বন্ধ করা হয়েছে।

৭ দিন ধরে বন্যা কবলিত হয়ে পড়েছে প্রায় দেড় লক্ষাধিক মানুষ। ঘর-বাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর দিন যাচ্ছে। বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার সংকটে তারা।  

কুড়িগ্রামের পোড়ার চরের জহুরুল হক বলেন, গত ৫-৬ দিন ধরে আমার বাড়িতে পানি। গরু ছাগল, হাঁস, মুরগি নিয়ে পাশের উঁচু একটি স্কুলে আমরা আশ্রয় নিয়েছি।

জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলম বলেন, বন্যার পানি ওঠায় ১২১টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদরাসায় পাঠদান সাময়িক বন্ধ রয়েছে। বন্যা কবলিত নয়, এমন সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন জানান, ৯ উপজেলায় বন্যায় প্লাবিত বিদ্যালয়ের সংখ্যা ২৫৩টি। পাঠদান বন্ধ রয়েছে ২২০টির।

আপন দেশ/কেএইচ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়