ছবি: আপন দেশ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের লোকেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল ৬টা থেকে তিনঘণ্টা এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ৯ জন টেটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
সংঘর্ষ থামাতে গিয়ে বালুচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেক চান সজীব আহত হন। এসময় চারটি বাড়িঘর ভাঙচুর হয় বলে জানা গেছে। উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দেরচর গ্রামের ঘটনা এটি।
স্থানীয়রা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। সকাল ৬টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে সকাল ৯ টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড গুলি ছুড়েছে। বর্তমানে ঘটনস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে দৈনিক মানবকন্ঠের সিরাজদীখান প্রতিনিধি সাংবাদিক সালাহউদ্দিন সালমান সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গেলে সিরাজদীখান থানার পুলিশের অতর্কিত হামলায় গুরুতর আহত হন। বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুর্ব চান্দেরচর গ্রামের কামিজুদ্দিন কামু ও একই এলাকার কালাইচান মাদব্বরের সর্মথকদের মধ্যে তিনঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। ফসলি জমির মাটিকাটার টাকার ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর আগে গত ২১ জুন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল, ওই সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হন।
বালুচর ইউপি চেয়ারম্যান মো. আওলাদ হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য আলেকচান সজীব সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন। তিনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে আমি শুনেছি।
সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাংবাদিকের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।