Apan Desh | আপন দেশ

ওপারে বোমা-বিমান হামলা, এপারে আতঙ্ক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৮, ১০ জুলাই ২০২৪

আপডেট: ১৬:১২, ১০ জুলাই ২০২৪

ওপারে বোমা-বিমান হামলা, এপারে আতঙ্ক

ছবি: আপন দেশ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে জান্তা সমর্থিত বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘাত চলছে। মঙ্গলবার (৯ জুলাই) ভোর থেকে বুধবার (১০ জুলাই) দুপুর পর্যন্ত বিমান হামলা চলে। এতে কক্সবাজারের টেকনাফ সীমান্ত পাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

টেকনাফের বাসিন্দারা বলছেন, গত কয়েক মাস ধরে জান্তা সমর্থিত বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত চলছে। এ সংঘাত তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার। এর জেরে আমাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, টানা কয়েকদিন ধরে মংডুতে জান্তা সমর্থিত বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। মঙ্গলবারও বাংলাদেশের কাছাকাছি টেকনাফ শাহপরী দ্বীপ থেকে বোমা হামলার দৃশ্য দেখা যায়। এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। 

সাবারাং নয়াপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। তবে টানা কয়েকদিন ধরে যে পরিমাণ শব্দ শুনছি তা এর আগে শুনতে পাইনি। বিস্ফোরণের কারণে দালান ঘর কেঁপে উঠছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মর্টার শেল ও বোমা বিস্ফোরণের শব্দে নির্ঘুম রাত কাটাচ্ছে সেন্টমার্টিনবাসী।

আপন দেশে/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়