Apan Desh | আপন দেশ

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি কারামুক্ত

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ১০ জুলাই ২০২৪

আপডেট: ২০:১৯, ১০ জুলাই ২০২৪

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি কারামুক্ত

ছবি: সংগৃহীত

এক বছর পর কারাগার থেকে মুক্ত হয়েছেন বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। তিনি জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি। বুধবার (১০ জুলাই) বকেল সাড়ে ৫টার দিকে জেলা কারাগার থেকে তিনি বের হন।

গত ৩০ জুন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে আজ বিকেলে জেলা কারাগার থেকে বের হন মাহমুদুল আলম বাবু।

এর আগে, গত ৮ মে হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ মাহমুদুল আলম বাবুকে কেন জামিন দেয়া হবে না, এ প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেন। ৩০ জুন ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে তার জামিন দেন হাইকোর্ট।

উল্লেখ্য, মাহমুদুল আলম বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চার নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (পরে বহিষ্কৃত) ছিলেন। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে বাবু। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

হত্যার এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ১৭ জুন বকশীগঞ্জ থানায় ২২ জনকে আসামি করে মামলা করেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এখন পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গোলাম রাব্বানী নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের সংবাদ সংগ্রাহক ছিলেন। 

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়