Apan Desh | আপন দেশ

রাজশাহীতে অস্ত্রসহ শিবিরের সভাপতি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ১০ জুলাই ২০২৪

আপডেট: ২১:০৮, ১০ জুলাই ২০২৪

রাজশাহীতে অস্ত্রসহ শিবিরের সভাপতি গ্রেফতার

ছবি : আপন দেশ

রাজশাহী মহানগরীতে অস্ত্রসহ শিবিরের সভাপতি রমজান আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় দুটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি দেশীয় চাপাতি ও একটি টিপ চাকু উদ্ধার করা হয়। বুধবার ( ১০ জুলাই) ভোররাতে মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মোঃ রজমান আলী (৩০), মতিহার থানাধীন ধরমপুর এলাকার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে। দুপুরে র‍্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ১৫ মে গভীর রাতে মোঃ রমজানের বসতবাড়ী হতে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ১১ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। অন্যতম মূলহোতা মোঃ রমজান আলীসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন আসামি পলাতক ছিল। পরবর্তীতে রমজান আলীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‍্যাব। র‌্যাবের একটি আভিযানিক দল জানতে পারে, রমজান তার বসতবাড়ীতে ক্ষণিকের জন্য অবস্থান করছে। পরে টহল দল ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে। বসতবাড়ী তল্লাশী করে তার শয়ন কক্ষে বিছানার তোষকের নীচে লুকানো অবস্থায় বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে।

র‍্যাব জানায়, রমজান মহানগরীর একজন কুখ্যাত অস্ত্র ও শীর্ষ সন্ত্রাসী। সে উগ্রবাদী ছাত্র রাজনীতি করত। ধরমপুর পূর্বপাড়া ছাত্রশিবিরের সভাপতি ছিল। এছাড়া বোমা তৈরীতে দক্ষ বিধায় নিজে বোমা তৈরী করে। অন্যদের বোমা তৈরীতে প্রশিক্ষণ দিয়ে থাকে। গ্রেফতার রমজান বেশীরভাগ সময় ভারতে পালিয়ে অবস্থান করে। এলাকাবাসী তার কর্মকান্ডে অতিষ্ট হয়ে তার বিচারের দাবী জানায়। এর আগে তার নামে বিস্ফোরক মামলা, হত্যা মামলা, মারামারি ও হত্যা চেষ্টা মামলাসহ ১৫ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মামলা রুজু করা হয়েছে- জানায় র‍্যাব।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়