ফাইল ছবি
কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) রাত ১১টার দিকে বুড়িচং উপজেলার নবীয়াবাদ সীমান্ত পিলার-২০৬১/১-এস-এর কাছে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবকের নাম আল আমিন (২৮)। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাঁভূমি (আনন্দপুর) গ্রামের অহিদ মিয়ার ছেলে।
বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, নবীয়াবাদ সীমান্ত দিয়ে মাদক চোরাচালান হয়ে থাকে। রাতে ওই এলাকায় বিএসএফের গুলিতে আল আমিন নামে যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁকে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেছে তাঁর স্বজনরা। তবে বিএসএফ কী কারণে তাঁকে গুলি করেছে- তা জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক আহত যুবকের এক বন্ধু জানান, আল আমিনকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে বিএসএফ। যা তাঁর গলা ও বুকে আঘাত করেছে। তবে রাবার বুলেট হওয়ায় আহত যুবক শঙ্কামুক্ত। কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
বুড়িচং থানার ওসি আবুল হাসানাত জানান, গণমাধ্যমকর্মীদের কাছ থেকে তিনি যুবকের গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে শুনেছেন। তথ্যটি যাচাই করে সত্যতাও পাওয়া গেছে। এর চেয়ে বেশি তথ্য তাঁর কাছে নেই। এ ছাড়া বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত হওয়ার বিষয়ে গণমাধ্যমে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বিজিবির স্থানীয় কর্মকর্তারা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।