Apan Desh | আপন দেশ

রাবি শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন অবরোধ

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ১৭ জুলাই ২০২৪

রাবি শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন অবরোধ

ছবি: সংগৃহীত

পাঁচ দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে তারা নজরুল ইসলাম প্রশাসন ভবন অবরোধ করেন। বিভিন্ন হলকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। অবরোধকালে ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন পোস্টার খুলে আগুন জ্বালিয়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

দাবি পাঁচটি হলো- ১. গতকালের ঘোষিত ছুটি বাতিল করতে হবে। ২. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল সকল ধরনের ছাত্র রাজনীতিমুক্ত থাকতে হবে। ৩. বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার মধ্যে প্রতিটি হলের প্রতিটি কক্ষ সার্চ করে অস্ত্র উদ্ধার করতে হবে। ৪. আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে যেন কোনো মামলা না হয় তা নিশ্চিত করতে হবে। ৫. হলের সিট ফাকা থাকা সাপেক্ষে এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের হলে তুলে দিতে হবে।

এর আগে সকাল ১০টায় বিভিন্ন হল থেকে হবিবুর রহমান হল মাঠে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় শহীদ হবিবুর রহমান হলে ছাত্রলীগের বেশ কয়েকটি রুমে ভাঙচুর চালান শিক্ষার্থীরা। সেখানে রুমে থাকা বিছানাপত্র বাইরে ফেলে অগ্নিসংযোগ করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মেয়েদের হলগুলোর দিকে যান। সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া মেয়েদের হলের দিকে এসে মেয়েদের নিয়ে প্যারিস রোডে বিক্ষোভ মিছিল শুরু করেন।

আন্দোলনকারীরা বলেন, ইউজিসির পা চাটা গোলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা কেন ইউজিসির কথা অনুযায়ী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করল? আমরা এ ঘোষণা মানি না। ইউজিসিকে মানতে আমরা বাধ্য নই। এ ছুটি বাতিল করতে হবে। ছাত্রলীগের হলে হলে পিস্তল, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র আছে। সেগুলো উদ্ধার করতে হবে। ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবি না মানলে আমরা এখান থেকে উঠব না।

প্রসঙ্গত, গতকাল ইউজিসির নির্দেশে সিন্ডিকেট মিটিংয়ে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে আজ আবারও আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়