Apan Desh | আপন দেশ

ফরিদপুরে ১৫ শিক্ষার্থী আটক, বিজিবি মোতায়েন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২১, ১৭ জুলাই ২০২৪

আপডেট: ১৬:৩৪, ১৭ জুলাই ২০২৪

ফরিদপুরে ১৫ শিক্ষার্থী আটক, বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় কোটা সংস্কারের দাবিতে মিছিল শুরু করতেই শিক্ষার্থীদের ধাওয়া করেছে পুলিশ। এ সময় আশপাশের এলাকা থেকে ১৫ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর পাশাপাশি ভাঙ্গায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে ভাঙ্গা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাজী মাহবুব উল্লাহ সরকারি কলেজের সামনে জড়ো হন। এ সময় পুলিশ গিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। মিছিল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের সাধারণ শিক্ষার্থীদের আটক করে পুলিশ।

ভাঙ্গা থানা পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, আটককৃতদের ব্যাপারে আপাতত কোনো তথ্য দেয়া যাবে না। অন্যদিকে আজ সকাল থেকেই ভাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা বলেন, সংঘাত এড়াতে ভাঙ্গায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়