Apan Desh | আপন দেশ

কোটাবিরোধী আন্দোলন

২০ শিক্ষার্থীর বিরুদ্ধে রাবি ছাত্রলীগের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ২৫ জুলাই ২০২৪

আপডেট: ১৭:৫৯, ২৫ জুলাই ২০২৪

২০ শিক্ষার্থীর বিরুদ্ধে রাবি ছাত্রলীগের মামলা

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা নেতাকর্মীদের বিভিন্ন হলকক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাবি শাখা ছাত্রলীগ।

বুধবার (১৭ জুলাই) কাইয়ুম মিয়া বাদী হয়ে নগরীর মতিহার থানায় এ মামলা দায়ের করেন। কাইয়ুম মিয়া শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

মামলার এজাহারে প্রায় ৬৭ লাখ ৩০ হাজার টাকা সমমূল্যের দ্রব্যাদি লুণ্ঠিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ তথ্যটি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহার অনুযায়ী আসামিরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার, অর্থনীতি বিভাগের তোফায়েল আহমেদ তপু, বায়োকেমিস্ট্রি বিভাগের ফজলে রাব্বি, আরবি বিভাগের মাহাদী হাসান মাহির, পপুলেশন সায়েন্সেস বিভাগের মাহাদী হাসান মারুফ, সমাজকর্ম বিভাগের মেহেদী হাসান সজিব, দর্শন বিভাগের আশিকুল্লাহ মুহিব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহ পরান, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের দেওয়ান বাঁধন, সিরামিকস বিভাগের তানভীর আহম্মেদ রিদম, অর্থনীতি বিভাগের মনিমুল হক, নেত্রকোনার আবুল কালাম, লোকপ্রশাসন বিভাগের আব্দুল্লাহ আল মেহেদি, অর্থনীতি বিভাগের আল মুহি ফেরদৌস, রসায়ন বিভাগের শাহরিয়ার পলাশ, ফার্মেসি বিভাগের আনারুল, নগরীর মির্জাপুর এলাকার নাইম ও হাসিবুল, বুধপাড়ার হাবিবুর ও আশিকুর রহমান এবং কাজলার শাহরিয়ার আহমেদসহ অজ্ঞাত অনেকে এ মামলার আসামি।

এ বিষয়ে জানতে চাইলে কাইয়ুম মিয়া বলেন, বঙ্গবন্ধু হলে আমার রুমসহ বিভিন্ন হলে শিক্ষার্থীরা ভাংচুর ও অগ্নিসংযোগ চালান। এতে আমার মোটরসাইকেলসহ ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ফলে আমাদের প্রায় অনেক টাকার মালামাল ক্ষতি হয়েছে। এতে আমি আতঙ্কিত হয়ে মতিহার থানায় ২০ জন শিক্ষার্থীর নামে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ বলেন, কাইয়ুম মিয়া নামের শিক্ষার্থী ২০ জনের নামে মামলা দায়ের করেছেন। এ নিয়ে আমরা কাজ করছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়