Apan Desh | আপন দেশ

নরসিংদী কারাগার পরিদর্শনে তদন্ত কমিটি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১১, ২৮ জুলাই ২০২৪

নরসিংদী কারাগার পরিদর্শনে তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি ঘটনাস্থাল পরিদর্শন করেছেন। রোববার (২৮ জুলাই) বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত কারাগার ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শী, কর্মকর্তা ও কারারক্ষীদের সঙ্গে কথা বলেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটির গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রধান ফারুক আহমেদ বলেন, হামলার দিন যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়