Apan Desh | আপন দেশ

বেনাপোলের ওপারে আটকা ২ হাজার ট্রাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ২৯ জুলাই ২০২৪

বেনাপোলের ওপারে আটকা ২ হাজার ট্রাক

ছবি: সংগৃহীত

ভারতের পেট্রাপোল সীমান্তে বনগাঁয়ে পণ্যবোঝাই দুই হাজার ট্রাক আটকে রয়েছে। এসব ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে আমদানি-রফতানি বন্ধ থাকার কারণে পেট্রাপোলে এ পণ্যজট তৈরি হয়েছে। ফলে ১০ চাকার ট্রাকে দেড় হাজার ও ৬ চাকার ট্রাকে ১ হাজার রুপি মাশুল গুনতে হচ্ছে প্রতিদিন। এতে আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বেনাপোল ও পেট্রাপোল দিয়ে দুই দেশের মধ্যে সপ্তাহে সাতদিনই ২৪ ঘণ্টা পণ্য আমদানি-রফতানির অনুমোদন রয়েছে। কিন্তু ১০ দিন ধরে সন্ধ্যা সাড়ে ৬টার পর আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করেছে ভারতীয় বন্দর ব্যবহারকারীরা। এতে পশ্চিমবঙ্গের সিডব্লিউসি পার্কিংয়ে ৭০০ ও বনগাঁ কালীতলা পার্কিংয়ে পণ্যবোঝাই ১৩০০ ট্রাক আটকে রয়েছে।

স্বাভাবিক সময়ে বেনাপোল দিয়ে ভারত থেকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য আমদানি এবং ২০০ থেকে ৩০০ ট্রাক পণ্য রফতানি হয়। কিন্তু গত ১০ দিন ধরে এই স্থলবন্দর দিয়ে আমদানি ও রফতানি কার্যক্রম প্রায় অর্ধেকে নেমে গেছে।

ব্যবসায়ীরা জানান, পেট্রাপোল বন্দরের শ্রমিকরা কলকাতাসহ বিভিন্ন এলাকা থেকে কাজ করতে আসেন। তাদের সুবিধার কথা বিবেচনা করে ভারতীয় শ্রমিক সংগঠনগুলো সন্ধ্যার পর বন্দরে কাজ করতে চাইছে না। সে দেশের সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, আগে থেকেই ভারতের পেট্রাপোল বন্দরের বিভিন্ন সংগঠন সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে পণ্যবোঝাই ট্রাক ছাড়ছে না, নিচ্ছেও না। এটা সরকারি কোনো সিদ্ধান্ত নয়। সে দেশের বিভিন্ন সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে ভারতের পেট্রাপোল পোর্টের ম্যানেজারের সাথে আলোচনা করেছি। আগের মতো পণ্য আমদানি-রফতানি কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আপন দেশ/কেএইচ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়