Apan Desh | আপন দেশ

ঢাকায় ২৪৩ মামলা, গ্রেফতার ২৮২২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫, ২৯ জুলাই ২০২৪

আপডেট: ১৫:১৬, ২৯ জুলাই ২০২৪

ঢাকায় ২৪৩ মামলা, গ্রেফতার ২৮২২

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় এ পর্যন্ত ২৪৩টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ২ হাজার ৮২২ জনকে।

সোমবার (২৯ জুলাই) ডিএমপি থেকে এ তথ্য জানা যায়। সেখানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৪টি নতুন মামলা করা হয়েছে। এ সময়ে গ্রেফতার করা হয়েছে ৫৮ জনকে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় ১৯ জুলাই। সহিংসতার প্রেক্ষিতে ২৪ ঘণ্টা সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব মামলায় শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষার্থী ও বিরোধী নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১৪৭ জন। মেট্রোরেলের মিরপুর ও কাজীপাড়া স্টেশন, বিটিভি, সেতু ভবনসহ ক্ষতিগ্রস্ত হয়েছে রাষ্ট্রীয় অনেক সম্পদ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়