ছবি: সংগৃহীত
সাতক্ষীরার মাদরা সীমান্তে ১.৮৯৫ কেজি ওজনের চারটি স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
স্বর্ণ পাচারকারী মো. ইয়াকুব আলী (৫৩) কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের সাদেক আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, মাদরা বিওপির এলাকাধীন ভাদিয়ালী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। এ তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. আতাউর রহমানের নেতৃত্বে আভিযানিক দল উল্লেখিত স্থানে অবস্থান গ্রহণ করে। মো. ইয়াকুব আলীকে সেখান থেকে আটক করে। তার দেহ তল্লাশি করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.৮৯৫ কেজি। যার মূল্য এক কোটি পঁচানব্বই লাখ নয় হাজার পঁচিশ টাকা।
এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা হয়েছে। স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।