Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ১০

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৯, ২৯ জুলাই ২০২৪

চট্টগ্রামে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ১০

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার (২৯ জুলাই) বিকেলে নগরের কোতোয়ালি থানার চেরাগী পাহাড় মোড়ে সংঘর্ষ শুরু হয়।

এদিন দুপুর ৩টার দিকে নগরের প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল শিক্ষার্থীদের। সে লক্ষ্যে তারা জড়ো হলে বাধা দেয় পুলিশ। পরে সেখান থেকে সরে যায় শিক্ষার্থীরা। আন্দোলনরত তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে একজন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

পরে প্রেস ক্লাব থেকে কয়েকশ গজ দূরে চেরাগী পাহাড় মোড়ে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেখানে পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, এমনিতে সভা-সমাবেশ করলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তারা পুলিশ থেকে কোনো অনুমতি নেয়নি। এছাড়া, কারফিউ চলাকালে শিথিল থাকলেও কোনো সভা-সমাবেশ করা যায় না। কেউ যদি আইন ভঙ্গ করে কর্মসূচি পালন করে। পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়