Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে আদালতপাড়ায় ফের উত্তেজনা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১০, ৩১ জুলাই ২০২৪

চট্টগ্রামে আদালতপাড়ায় ফের উত্তেজনা

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ডাক দেয়। এর অংশ হিসেবে চট্টগ্রামে আদালতপাড়ায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তেজনা সৃষ্টি হয় আদালত ও আশপাশের এলাকায়।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর জেলা পরিষদের সামনের আন্দোলন শুরু করেন তারা। পরে চট্টগ্রাম আদালতপাড়ার দোয়েল ভবনের সামনে আইনজীবীদের একাংশ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও অংশ নেয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করে বলেন, আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের প্রতিবাদের ভাষা হবে মুখে, হাতে নয়।

ঘটনাস্থলে চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক উপস্থিত ছিলেন। তবে, গণমাধ্যমের সঙ্গে কেউ কথা বলেননি।

আপন দেশ/কেএইচ/এমবি 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়