Apan Desh | আপন দেশ

বরিশালে ছাত্রীদের বেধড়ক পেটাল পুলিশ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৯, ৩১ জুলাই ২০২৪

আপডেট: ১৮:০৯, ৩১ জুলাই ২০২৪

বরিশালে ছাত্রীদের বেধড়ক পেটাল পুলিশ

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বরিশালে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। 

বুধবার (৩১ জুলাই) সকালে এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সদস্যদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ ঘটনায় অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের ফকিরবাড়ি রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা এবং ধরপাকড় চালায়। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।

নারী পুলিশ সদস্যরা ছাত্রীদের টানাহেঁচড়া করে এবং লাঠি দিয়ে পেটাতে থাকে। তাতে কয়েক ছাত্রীর জামা ছিঁড়ে যায়। কেউ কেউ কান্নায় রাস্তায় লুটিয়ে পড়েন। কেউ আবার চিৎকার করে নারী পুলিশের সঙ্গে তর্ক জুড়ে দেন। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রীরা শুয়ে পড়ে প্রতিবাদ জানান। পরে অতিরিক্ত নারী পুলিশ এসে ছাত্রীদের টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। এ সময় কয়েকজন ছাত্রকেও আটক করেছে পুলিশ।

আন্দোলনকারী শিক্ষার্থী আরিফা ও সিফা অভিযোগ করেন, তাঁরা শান্তিপূর্ণভাবে দেশে গুম-খুনের বিচার দাবিতে ফজলুল হক অ্যাভিনিউতে বিক্ষোভ করছিলেন। এ সময় পুলিশ এসে বেধড়ক লাঠিপেটা করে। ছাত্রীদের ধাক্কা দিয়েছে, টেনে জামা ছিঁড়ে ফেলেছে। পুলিশ কি শিক্ষার্থীদের গায়ে হাত দিতে পারে, প্রশ্ন রাখেন তাঁরা।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়