ছবি: আপন দেশ
কুমিল্লায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জিলা স্কুলের সামনে বিক্ষোভ ও গণমিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৩ জুলাই) সকালে শুরু হওয়া এ কর্মসূচির একই সময়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়েছে। ফলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, আজ সকাল ১০টার দিকে কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। একপর্যায়ে জিলা স্কুলের গেটে তালা ভেঙে ছাত্রছাত্রীরা ভেতরে ঢোকে।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দিরপাড় এলাকায় যেতে চাইলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিউমার্কেট এলাকায় জড়ো হন। ফলে শিক্ষার্থীরা আবার জিলা স্কুলের সড়কের সামনে অবস্থান নিয়ে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ শুরু করেন।
আপন দেশ/এইউ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।