Apan Desh | আপন দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর শাসক দলের গুলি, আহত ২৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৬, ৩ আগস্ট ২০২৪

আপডেট: ১৮:২৪, ৩ আগস্ট ২০২৪

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর শাসক দলের গুলি, আহত ২৫

ছবি: সংগৃহীত

কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল লক্ষ্য করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলি করতে দেখা গেছে। এতে ৮ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত ২৫ জন এর বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

শনিবার (৩ আগস্ট) কুমিল্লা জেলা স্কুল থেকে শিক্ষার্থীরা গণমিছিল নিয়ে বের করে কান্দিরপার মোড়ে আসালে গুলি শুরু করেন তারা।

এসময় কুমিল্লার কাগজ পত্রিকার দুইজন সাংবাদিককে মারধর করে একজনের ফোন নিয়ে যান তারা। এছাড়াও আন্দোলনকারী নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে লাঠিপেটা করেন। 

পরে টাউনহল মোড় থেকে টমসম ব্রিজ রোডের সিএনজি স্টেশন, ভিক্টোরিয়া কলেজ গেইট, রাজগঞ্জ মোড়, জিলা স্কুল গেইটসহ বিভিন্ন গলিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে শর্টগান, রামদা, লাঠি নিয়ে মহড়া দেন। পাশাপাশি শিক্ষার্থী ও সাংবাদিক দেখলেই মারধর ও হুমকি দিতে থাকেন। 

তবে শিক্ষার্থী ও আওয়ামী লীগের এ সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ করা যায়নি। ফলে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের মধ্যে একধরনের ভীতি বিরাজ করতে দেখা যায়। বর্তমানে কুমিল্লা নগরীর মার্কেট ও দোকানপাট বর্তমানে বন্ধ রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়