ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় থানার ভেতরে থানা একটি পুলিশ ভ্যান ও রেকারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এ সময় আন্দোলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে, শনিবার (৩ আগস্ট) বেলা ১১টা থেকে আন্দোলনকারীরা মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থান নেয়। অপরদিকে সরকার দলীয় সমর্থকরা মাওনা ফ্লাইওভারের নিচে অবস্থান নেয়। এরপর আন্দোলকারীরা মিছিল নিয়ে ফ্লাইওভার এলাকায় গেলে উত্তেজনা দেখা দেয়। এ সময় তিনটি পুলিশ বক্স ও তিনটি পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।