Apan Desh | আপন দেশ

পাবনায় শিক্ষার্থীদের ওপর গুলি, নিহত ৩

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫৭, ৪ আগস্ট ২০২৪

আপডেট: ১৯:৪২, ৪ আগস্ট ২০২৪

পাবনায় শিক্ষার্থীদের ওপর গুলি, নিহত ৩

ছবি: আপন দেশ

পাবনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) পাবনার ট্র্যাফিক মোড় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় হেলমেট পরিহিত অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক  সম্পাদক আবু সাইদ খানের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়। এতে ৩৭ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. রফিকুল হাসান।

নিহতরা হলেন- চর বলরামপুরের বাসিন্দা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২১), হাজিরহাট ব্রজনাথপুরের বাসিন্দা যুবলীগ-কর্মী মাহবুবুর রহমান (২২) ও এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন (১৭)।

বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের ৩৫ জন ভাই আহত হয়। তাদেরকে আমরা দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে তিনজন মারা গেছে।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন আরো দুজন। কমপক্ষে ৩২ জন চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, সারাদেশের ন্যায় পাবনায়ও সরকার পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সকাল ১১টার দিকে কয়েক হাজার আন্দোলনকারী কলেজের মেইন গেইটে জড়ো হন। কিছুক্ষণ অবস্থান নেয়ার পর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ট্র্যাফিক মোড় এলাকায় পৌঁছে আ. হামিদ সড়কে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধায় সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়