Apan Desh | আপন দেশ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছাত্ররাজনীতি  

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ৮ আগস্ট ২০২৪

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছাত্ররাজনীতি  

ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তি প্রকাশে এ নির্দেশ জারি করে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে বুধবার (৭ আগস্ট) রাতে এ নির্দেশ জারি করা হয়েছে।

কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের এক জরুরি বৈঠক হয়। বৈঠকে সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ সাত দফা দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে সকল ধরনের দলীয় শিক্ষক ও ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা। অবিলম্বে আইন প্রণয়নে ছাত্র সংসদ চালু করে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়