ফাইল ছবি
জামালপুর জেলা কারাগারে বন্দীদের বিদ্রোহ ও অগ্নিকাণ্ড ঘটিয়ে বের হওয়ার চেষ্টার সময় দু’পক্ষের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জেলারসহ আহত হয়েছেন ১৮ জন। আহতদের মধ্যে ৪ জন বন্দী এবং ১৪ জন কারারক্ষী। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বন্দিরা হলেন- আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। তারা সবাই জামালপুর সদর উপজেলার বাসিন্দা। আহতরা জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
কারারক্ষক আবু ফাতাহ বলেন, শুক্রবার দুপুরে কারাগারের ভেতরে কারাবিদ্রোহ নিয়ে বন্দীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় একপক্ষের বন্দীরা কারাগার থেকে বের হয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করেন কারারক্ষীরা। এ সময় বিক্ষুব্ধ বন্দীরা কারাগারের ভেতরে দু’টি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেইটের ভেতরে গেট ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে।
এ সময় বন্দিদের কাছে জিম্মি হয়ে পড়েন ১৩ কারারক্ষী। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতে কারারক্ষীদের ফেরত দেয় বন্দীরা। ভোর রাতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। বন্দী দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পালানোর সময় কারারক্ষীদের প্রতিরোধের সময় সৃষ্ট সংঘর্ষে বন্দীরা মারা গেছেন বলে ধারণা করছেন কারারক্ষক আবু ফাতাহ।
তিনি বলেন, জামালপুর কারাগারে বন্দি রয়েছেন ৬৬৯ জন। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামি ১০০ জন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।