Apan Desh | আপন দেশ

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় ৩ ছাত্রনেতা আহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৩, ১০ আগস্ট ২০২৪

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় ৩ ছাত্রনেতা আহত

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (৯ আগস্ট) রাতে বাগেরহাট শহরের পৌরপার্কে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ৩ নেতা হলেন- তানজিব উলরাত (২৩), মো. ফারদিম (২৩) ও রিত্বিক রায়হান (২৩)। আহতদের সবার বাসা বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায়। এ ঘটনার পর বাগেরহাট শহরে উত্তেজনা বিরাজ করছে।

আহত ফারদিম জানান, শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা বাগেরহাট পৌরপার্কে বসে আন্দোলন পরবর্তী বিষয় আলোচনা করছিলাম। এ সময়ে রাত ৯টার দিকে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী রামদা, রড, ও লাঠি দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমরা ৩ জন আহত হই।

হামলা খবর পেয়ে বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম আহতদের দেখতে হাসপাতালে যান।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়