ফাইল ছবি
নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করেছে নৌবাহিনী। রোববার (১১ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে হাতিয়ার ওছখালীর নিজ বাসভবন থেকে তাকে তুলে নেয়া হয়। তবে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও ছেলে উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমিকে আটকের বিষয়টি গুজব।
নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান বিষয়টি গণমাধ্যেমকে নিশ্চিত করেছেন।
মুশফিকুর রহমান বলেন, বিভিন্ন অপরাধে অভিযুক্ত হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীকে আটক করেছে নৌবাহিনী। তার স্ত্রী-ছেলেতো কোনো অপরাধ করেননি। তাই তাদের আটক বা হেফাজতের বিষয়টি গুজব।
মোহাম্মদ আলীর ছোটভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, নৌবাহিনীর সদস্যরা ভোরে বড়ভাইকে হেফাজতে নিয়ে গেছেন। তবে কী কারণে নিয়ে গেছেন তা বলেননি। মোহাম্মদ আলী অসুস্থ থাকায় সঙ্গে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও ছেলে উপজেলা চেয়ারম্যান আশিক আলী অমিও রয়েছেন।
মোহাম্মদ আলী গত ৭ জানুয়ারির নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।