Apan Desh | আপন দেশ

নরসিংদীতে বাস খাদে পড়ে নিহত ২

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ১১ আগস্ট ২০২৪

নরসিংদীতে বাস খাদে পড়ে নিহত ২

ছবি: সংগৃহীত

নরসিংদীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস ওভারপাস থেকে নিচে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪২ জন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

শনিবার (১১ আগস্ট) রাত ১ টার পর পৌর শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার নুরুল ইসলাম (৫০) ও হবিগঞ্জের মৃত ইদ্রিস আলীর ছেলে নুর উদ্দিন (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাস সিলেটের উদ্দেশে রওনা দেয়। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলের রেললাইন ওভারপাসে উঠলে একটি ট্রাকের মুখোমুখি হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। ঘটনাস্থলে নুরুল ইসলাম নামে একজন মারা যান।  

ফায়ার সার্ভিস ও সেনা সদস্যদের সহায়তায় আহতদের নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর উদ্দিন নামে আরেক যাত্রীর মৃত্যু হয়। আহত ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়