ছবি: আপন দেশ
অবৈধ অবস্থানকারীদের হল ছাড়ার নির্দেশনা দিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। একই সঙ্গে যারা বৈধভাবে হলে উঠতে ইচ্ছুক, তাদেরকেও সিটের জন্য নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে বলা হয়েছে।
রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট সাক্ষরিত একটি নোটিশ এসব নির্দেশনা দেয়া হয়।
নোটিশে বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সব অনাবাসিক ছাত্রদের বুধবার (১৪ আগস্ট) বিকেল ৫টার মধ্যে নিজ দায়িত্বে হলের রেজিস্ট্রার খাতায় এন্ট্রি করে সব নিজ মালামালসহ রুম ফাঁকা করার জন্য নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়ের মধ্যে যদি কেউ রুম ফাঁকা না করে দেয়, তাহলে তার মালামালের দায়িত্ব হল কর্তৃপক্ষ বহন করবে না।
শিক্ষার্থীদের সিট নিয়ে নোটিশে বলা হয়েছে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের যে-সব শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আবাসিক ছাত্র হতে ইচ্ছুক, তারা আগামী ১২ আগস্ট তারিখ থেকে ১৪ আগস্টের মধ্যে হল অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করে আগামী ১৭ আগস্ট হল অফিসে আবেদন ফরম গুরু করে জমা দেয়ার জন্য বলা হলো।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।